দেখুন কিভাবে কংগ্রেস শাসিত রাজ্যেই কালো পতাকার সামনে পড়তে হলো রাহুলকে..



এক নির্বাচন বৈঠকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রচারে কর্ণাটক সফরে আসেন। তিনি কর্ণাটকে বিভিন্ন জায়গায় যান,আর ঠিক সেইসময় কর্ণাটকের সিন্ধাপুরে রাহুল গান্ধীকে কালো পতাকা দেখানো হয়। গুজরাটের পর এবার কর্ণাটকে ও মন্দির গুলিতেও যাচ্ছে রাহুল,রাহুল গান্ধী, রাস্তায় অনেক যায়গায় বাস থামিয়ে কংগ্রেস কর্মীদের সাথে দেখা করেন রাহুল গান্ধী এবং তার সাথে মুখ্যমন্ত্রী সিদ্ধারা মাইয়া রাজ্য পার্টি অধ্যক্ষ পরমেশ্বর এবং রাজ্য বিদ্যুৎ মন্ত্রী ডিকে শিবকুমার উপস্থিত ছিলেন।এত ব্যবস্তা থাকার পরও রাহুলকে কালো পতাকার সামনে হতে হলো।যদিও পরে পুলিস বল দিয়ে তা সরানো হয়।

Comments

Popular posts from this blog

Big breaking news india

Latest News

BIG BRAKING: টিবি নিয়ে এক বড় সিধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী...