বচ্চন পরিবারে শোকের ছায়া ফের অসুস্থ হয়ে পড়লেন অমিতাভ বচ্চন..

সুপ্রভাত ডিজিটাল: আজ সকালে ঘটলো এক ঘটনা বচ্চন পরিবারে। হটাত অসুস্ত হয়ে পড়েন অমিতাভ বচ্চন। টাইমস নাও এর সূত্রের খবর থেকে জানা যায় আজ ভোরে অমিতাভ তাঁর ব্লগে লেখেন, শরীর ভাল নয়, আগামীকাল সকালে চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন তিনি। কিন্তু তার আগেই অসুস্থ হয়ে পড়লেন ও তার পর মুম্বই থেকে চিকিৎসকদের একটি দল তাঁর জন্য পাঠানো হয়েছে ওনার জন্য। প্রাথমিক চিকিত্সার পর রাজস্থানের চিকিত্সকরা অমিতাভকে দ্রুত মুম্বই ফিরিয়ে আনার পরামর্শ দিয়েছেন। এই ছবিতে প্রচুর অ্যাকশন দৃশ্য রয়েছে। ক্রমাগত সে সব শুটিং করাতেই নাকি অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এখনও পর্যন্ত কোনো রিপোর্ট জানা যায়নি ওনার বিষয়। *****©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।****** 24 Ghanta