Posts

Showing posts with the label টাটকা খবর

আধার লিঙ্কের সময়সীমা বাড়ালো সুপ্রিম কোর্ট

Image
ব্যাঙ্ক, মোবাইল ও  সমস্ত সরকারি প্রকল্পে আধার লিঙ্কের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়াল সুপ্রিম কোর্ট।কেন্দ্র আগেই সুপ্রিম কোর্টের কাছে জানিয়েছিল, তারা আধার লিঙ্কের সময়সীমা বাড়াতে চায়। প্রাথমিক ভাবে সেই সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত ছিল। কেন্দ্রের আর্জি আজ সমর্থন রেখেই ২০১৮-র ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা বাড়ানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট,এই ফলে সরকারের সাথে সাথে ব্যাঙ্ক ও সাধারণ মানুসের ও কিছু সুবিধা হবে বলে মনে করছে সরকার।

আধার লিঙ্কের সময়সীমা বাড়ালো সুপ্রিম কোর্ট

Image
ব্যাঙ্ক, মোবাইল ও  সমস্ত সরকারি প্রকল্পে আধার লিঙ্কের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়াল সুপ্রিম কোর্ট।কেন্দ্র আগেই সুপ্রিম কোর্টের কাছে জানিয়েছিল, তারা আধার লিঙ্কের সময়সীমা বাড়াতে চায়। প্রাথমিক ভাবে সেই সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত ছিল। কেন্দ্রের আর্জি আজ সমর্থন রেখেই ২০১৮-র ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা বাড়ানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট,এই ফলে সরকারের সাথে সাথে ব্যাঙ্ক ও সাধারণ মানুসের ও কিছু সুবিধা হবে বলে মনে করছে সরকার।

ভোট দেওয়ার আগে ভিড়ের মধ্যে নরেন্দ্র মোদিজি হটাৎ এমন কাজ করলেন দেখলে ...

Image
গুজরাত নির্বাচনে ৯৩ টি আসনে ভোটগ্রহণ গত কাল ছিল, গত কাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ও ভোট ছিল, তাই তিনি গুজরাট এ ভোট দিতে গিয়ে এক VIP কালচার বন্ধ করলেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক VIP ভোটার ছিলেন তার গরিমা না করে তিনি সাধারণ মানুসের মতো লাইনে দাড়িয়ে ভোট দিয়েছেন,এমন কালচার প্রধানমন্ত্রী প্রথম থাকেই ছিল তিনি ২০১৪ লোকসভা ভোটেও সাধারণ মানুষর মতো লাইনে দাড়িয়ে ভোট দিয়েছিলেন । গত কাল তিনি যখন গাড়ি থেকে নাবেন তখন সামনে তার বড় ভাই সোমবাহী মোদীকে দেখতে পেয়ে সুরক্ষা চৌকো ভেঙ্গে তিনি তার পা ধরে নমস্কার করেন এবং    আশীর্বাদ  করেন তার দাদা । source

ভোট দেওয়ার আগে ভিড়ের মধ্যে নরেন্দ্র মোদিজি হটাৎ এমন কাজ করলেন দেখলে ...

Image
গুজরাত নির্বাচনে ৯৩ টি আসনে ভোটগ্রহণ গত কাল ছিল, গত কাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ও ভোট ছিল, তাই তিনি গুজরাট এ ভোট দিতে গিয়ে এক VIP কালচার বন্ধ করলেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক VIP ভোটার ছিলেন তার গরিমা না করে তিনি সাধারণ মানুসের মতো লাইনে দাড়িয়ে ভোট দিয়েছেন,এমন কালচার প্রধানমন্ত্রী প্রথম থাকেই ছিল তিনি ২০১৪ লোকসভা ভোটেও সাধারণ মানুষর মতো লাইনে দাড়িয়ে ভোট দিয়েছিলেন । গত কাল তিনি যখন গাড়ি থেকে নাবেন তখন সামনে তার বড় ভাই সোমবাহী মোদীকে দেখতে পেয়ে সুরক্ষা চৌকো ভেঙ্গে তিনি তার পা ধরে নমস্কার করেন এবং    আশীর্বাদ  করেন তার দাদা । source

Exclusive Breaking News গুজরাট নির্বাচনের সেরা এক্সিট পোল চমকাতে চলেছে পুরো ভারতবাসী দের..

Image
বিজেপির জিত পাকা করেদিলেন সব সমীক্ষা, CSGS মতে বিজেপি যদি ১২৫ টি সিট্ পরতে পারে তাহলে সমীক্ষা বলছে বিজেপি ১৩৫ থেকে ১৪০ ও পেরোতে পারে, প্রধানমন্ত্রীর রাজ্যে ২২ বছর পরও ক্ষমতায় আসতে পারছে না কংগ্রেস। মন্দিরে মন্দিরে ঘুরেও গুজরাটে এবারও শেষ হাসি হাসতে পারছেন না রাহুল গান্ধী।      নিউজ ২৪-টুডেজ চাণক্য বিজেপি- ১১০-১২০ কংগ্রেস- ৬৫-৭৫ টাইমস নাও-ভিএমআর বিজেপি- ১০৯ কংগ্রেস- ৭০ রিপাবলিক টিভি বিজেপি- ১০৮ কংগ্রেস- ৭৪ ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া বিজেপি- ৯৯ থেকে ১১৩ কংগ্রেস- ৬৮ থেকে ৮২ নিউজ ১৮-সি ভোটার বিজেপি- ১০৮ কংগ্রেস-৭৪ এবিপি-সিএসডিএস বিজেপি- ১১৭ কংগ্রেস-৬৪।

Exclusive Breaking News গুজরাট নির্বাচনের সেরা এক্সিট পোল চমকাতে চলেছে পুরো ভারতবাসী দের..

Image
বিজেপির জিত পাকা করেদিলেন সব সমীক্ষা, CSGS মতে বিজেপি যদি ১২৫ টি সিট্ পরতে পারে তাহলে সমীক্ষা বলছে বিজেপি ১৩৫ থেকে ১৪০ ও পেরোতে পারে, প্রধানমন্ত্রীর রাজ্যে ২২ বছর পরও ক্ষমতায় আসতে পারছে না কংগ্রেস। মন্দিরে মন্দিরে ঘুরেও গুজরাটে এবারও শেষ হাসি হাসতে পারছেন না রাহুল গান্ধী।      নিউজ ২৪-টুডেজ চাণক্য বিজেপি- ১১০-১২০ কংগ্রেস- ৬৫-৭৫ টাইমস নাও-ভিএমআর বিজেপি- ১০৯ কংগ্রেস- ৭০ রিপাবলিক টিভি বিজেপি- ১০৮ কংগ্রেস- ৭৪ ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া বিজেপি- ৯৯ থেকে ১১৩ কংগ্রেস- ৬৮ থেকে ৮২ নিউজ ১৮-সি ভোটার বিজেপি- ১০৮ কংগ্রেস-৭৪ এবিপি-সিএসডিএস বিজেপি- ১১৭ কংগ্রেস-৬৪।

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় নৌসেনাকে এক নতুন গুপ্ত অস্ত্র দিলেন,দেখুন..

Image
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় নৌসেনাকে এক নতুন প্রযুক্তির সাবমেরিন দিলেন,যা PM মোদী গত এক বছরের মধ্যে তৈরী করেছিলেন,আজ তার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিজেই, জাতির উদ্দেশে এই সাবমেরিনকে উৎসর্গ করে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “এটি হল ‘মেক ইন ইন্ডিয়া’র একটি উৎকৃষ্ট উদাহরণ। এতে দেশের নৌসেনা আরও শাক্তিশালী হবে। ভারতীয় নৌসেনায় যাত্রা শুরু করল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সাবমেরিন আইএনএস কলবরি। বৃহস্পতিবার মুম্বইয়ের নৌবন্দরে এর সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।নৌসেনার এক শীর্ষকর্তা জানিয়েছেন, আইএনএস কলবরি হল নন-নিউক্লিয়ার সাবমেরিনগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী। ডিজেল-ইলেকট্রিক ইঞ্জিন হলেও এটি নিঃশব্দে জলের তলায় চলতে পারে। ১২.৩ মিটার উচ্চতার এই সাবমেরিনটি ৬৭.৫ মিটার দীর্ঘ।প্রজেক্ট ৭৫’-এর অঙ্গ হিসেবে ভারতীয় নৌসেনার জন্য এ রকম ছ’টি স্করপেন ক্লাস সাবমেরিন তৈরির বরাত পেয়েছে সংস্থাটি। আগামী ২০২০ সালের মধ্যে এ ধরনের আরও পাঁচটি সাবমেরিন যুক্ত হবে ভারতীয় নৌসেনা বাহিনীতে। 24 ghanta live news

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় নৌসেনাকে এক নতুন গুপ্ত অস্ত্র দিলেন,দেখুন..

Image
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় নৌসেনাকে এক নতুন প্রযুক্তির সাবমেরিন দিলেন,যা PM মোদী গত এক বছরের মধ্যে তৈরী করেছিলেন,আজ তার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিজেই, জাতির উদ্দেশে এই সাবমেরিনকে উৎসর্গ করে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “এটি হল ‘মেক ইন ইন্ডিয়া’র একটি উৎকৃষ্ট উদাহরণ। এতে দেশের নৌসেনা আরও শাক্তিশালী হবে। ভারতীয় নৌসেনায় যাত্রা শুরু করল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সাবমেরিন আইএনএস কলবরি। বৃহস্পতিবার মুম্বইয়ের নৌবন্দরে এর সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।নৌসেনার এক শীর্ষকর্তা জানিয়েছেন, আইএনএস কলবরি হল নন-নিউক্লিয়ার সাবমেরিনগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী। ডিজেল-ইলেকট্রিক ইঞ্জিন হলেও এটি নিঃশব্দে জলের তলায় চলতে পারে। ১২.৩ মিটার উচ্চতার এই সাবমেরিনটি ৬৭.৫ মিটার দীর্ঘ।প্রজেক্ট ৭৫’-এর অঙ্গ হিসেবে ভারতীয় নৌসেনার জন্য এ রকম ছ’টি স্করপেন ক্লাস সাবমেরিন তৈরির বরাত পেয়েছে সংস্থাটি। আগামী ২০২০ সালের মধ্যে এ ধরনের আরও পাঁচটি সাবমেরিন যুক্ত হবে ভারতীয় নৌসেনা বাহিনীতে। 24 ghanta live news

বিজেপি শাসিত এই রাজ্যে কালো টাকা উদ্ধারে বড় সাফল্য সরকারের..

Image
কালো টাকা এখুন ও যে পরিমানে বেরচ্ছে তার প্রমান পাওয়া গেল আবার গুজরাট থেকে,এখুন গুজরাট  বিধানসভা নির্বাচনের প্রথমপর্বের নির্বাচনের মধ্যেই গুজরাটের  ভারুচে উদ্ধার হয় প্রায় ৫০ কোটি টাকা। এই টাকা ভারুচের এক দফতর থেকে উদ্ধার হয়েছে বলে খবর। দেশে কালো টাকা উদ্ধারে এটি একটি বড় ঘটনা বলে দাবি বিশেষজ্ঞদের।                   আরও পড়ুন   ~  ফের দেশবাসীর জন্য সুখবর মোদী সরকারের নীতি, কি বলছে রাষ্ট্রসঙ্ঘ রিপোর্টে দেখুন.. এখুন সূত্র মারফৎ খবর পেয়ে ডিরেক্টরেট অব রেভনিউ ইন্টালিজেন্স ভারুচের ওই অফিস চত্বরে পৌঁছলে, সেখান থেকে বাতিল হওয়া ৫০০ টাকার নোট ও ১০০০ টাকার নোটের নতুন নোটের বেশ কয়েকটি বান্ডিল পাওয়া যায়।                  আরও পড়ুন   ~  দেখেনিন বিরাটের গোপন বিয়ের কিছু ফটো.. এই কাণ্ডের সাথে যেই জড়িয়ে থাকুক  তাঁর বিরদ্ধে স্পেসিফায়েড ব্য়াঙ্ক নোটস অ্যাক্ট ২০১৭ এর আওতায় ৫ ও ৭ ধারায় মামলা লাগু হবে। উল্লেখ্য, উদ্ধার হওয়া নোটির অঙ্ক ৪৮.৯১ কোটি টাকা। অভিযুক্তকে এই টাকার অঙ্কের পাঁচগুণ থেকে...

বিজেপি শাসিত এই রাজ্যে কালো টাকা উদ্ধারে বড় সাফল্য সরকারের..

Image
কালো টাকা এখুন ও যে পরিমানে বেরচ্ছে তার প্রমান পাওয়া গেল আবার গুজরাট থেকে,এখুন গুজরাট  বিধানসভা নির্বাচনের প্রথমপর্বের নির্বাচনের মধ্যেই গুজরাটের  ভারুচে উদ্ধার হয় প্রায় ৫০ কোটি টাকা। এই টাকা ভারুচের এক দফতর থেকে উদ্ধার হয়েছে বলে খবর। দেশে কালো টাকা উদ্ধারে এটি একটি বড় ঘটনা বলে দাবি বিশেষজ্ঞদের।                   আরও পড়ুন   ~  ফের দেশবাসীর জন্য সুখবর মোদী সরকারের নীতি, কি বলছে রাষ্ট্রসঙ্ঘ রিপোর্টে দেখুন.. এখুন সূত্র মারফৎ খবর পেয়ে ডিরেক্টরেট অব রেভনিউ ইন্টালিজেন্স ভারুচের ওই অফিস চত্বরে পৌঁছলে, সেখান থেকে বাতিল হওয়া ৫০০ টাকার নোট ও ১০০০ টাকার নোটের নতুন নোটের বেশ কয়েকটি বান্ডিল পাওয়া যায়।                  আরও পড়ুন   ~  দেখেনিন বিরাটের গোপন বিয়ের কিছু ফটো.. এই কাণ্ডের সাথে যেই জড়িয়ে থাকুক  তাঁর বিরদ্ধে স্পেসিফায়েড ব্য়াঙ্ক নোটস অ্যাক্ট ২০১৭ এর আওতায় ৫ ও ৭ ধারায় মামলা লাগু হবে। উল্লেখ্য, উদ্ধার হওয়া নোটির অঙ্ক ৪৮.৯১ কোটি টাকা। অভিযুক্তকে এই টাকার অঙ্কের পাঁচগুণ থেকে...

শেসে ভগবানের দরজা মনমোহনকে, কেন পড়ুন..

Image
                                    জাভেদ আখতার ইনি সবসময় কিছু না কিছু বাপরে চর্চায় থাকেন,আজ তিনি এক কান্ড করে বসলেন যার জন্য তিনি এখুন আবারও চর্চায়, খ্যাতনামা কবি ও গীতিকার জাভেদ আখতার, যিনি সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে দেবীর সমতুল্য বলে বিতর্ক ছড়িয়ে দিয়েছিলেন, তার মন্তব্যটি এখন স্পষ্ট হয়েছে। টুইটারে, প্রাক্তন রাজ্যসভার সাংসদ এমপি বলেন যে তিনি দুটি সমীকরণ করেননি বরং ঈশ্বরের দ্বারা প্রশ্ন উত্থাপনের জন্য কেবল নিরীক্ষণের জন্য দায়বদ্ধ ছিলেন না। তার সমালোচকদের উপর আঘাত হানতে আখতার টুইট করেছেন, "আমি আশ্চর্যের বিষয় যে মানুষ সত্যিই ভুল বোঝাবুঝি করে বা তা করার চেষ্টা করে। সর্বশক্তিমান ঈশ্বরের ধারণার সমালোচনা করে আমি লক্ষ্য করলাম যে আমরা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর মতো খারাপ প্রশাসনের মতো মানুষকে দোষারোপ করি না, কিন্তু কখনই ঈশ্বর নেই যখন সমগ্র বিশ্ব বিশৃঙ্খলা ও অপব্যবহারের মধ্যে রয়েছে। "

শেসে ভগবানের দরজা মনমোহনকে, কেন পড়ুন..

Image
                                    জাভেদ আখতার ইনি সবসময় কিছু না কিছু বাপরে চর্চায় থাকেন,আজ তিনি এক কান্ড করে বসলেন যার জন্য তিনি এখুন আবারও চর্চায়, খ্যাতনামা কবি ও গীতিকার জাভেদ আখতার, যিনি সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে দেবীর সমতুল্য বলে বিতর্ক ছড়িয়ে দিয়েছিলেন, তার মন্তব্যটি এখন স্পষ্ট হয়েছে। টুইটারে, প্রাক্তন রাজ্যসভার সাংসদ এমপি বলেন যে তিনি দুটি সমীকরণ করেননি বরং ঈশ্বরের দ্বারা প্রশ্ন উত্থাপনের জন্য কেবল নিরীক্ষণের জন্য দায়বদ্ধ ছিলেন না। তার সমালোচকদের উপর আঘাত হানতে আখতার টুইট করেছেন, "আমি আশ্চর্যের বিষয় যে মানুষ সত্যিই ভুল বোঝাবুঝি করে বা তা করার চেষ্টা করে। সর্বশক্তিমান ঈশ্বরের ধারণার সমালোচনা করে আমি লক্ষ্য করলাম যে আমরা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর মতো খারাপ প্রশাসনের মতো মানুষকে দোষারোপ করি না, কিন্তু কখনই ঈশ্বর নেই যখন সমগ্র বিশ্ব বিশৃঙ্খলা ও অপব্যবহারের মধ্যে রয়েছে। "

আজ PM মোদীর এক নতুন চমক জেনেনিন..

Image
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাবম্মতি নদীর তীরে আসবেন এবং এক নতুন সুবিধা দেশ বাসী সাথে সাথে গুজরাট কেও দেবেন, তিনি একটি সমুদ্রপৃষ্ঠে চলা উড়োজাহাজ উদ্বোদন করবেন যেটা জল ও আকাশ দুই পথেই চলতে পারবে,এই উড়োজাহাজ তিনি সাবম্মতি নদীতে চালাবেন,এর আগে এমন দেশে কখনো হয়নি এই প্রথম এমন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,তিনি মনে করেন এর ফলে গুজরাটে টুরিস্ট আরো উন্নতি হবে,এমনিতেও গুজরাট টুরিস্ট সারা দেশ এর মধ্যে সব থেকে বিখ্যাত, আজ তিনি এই উড়োজাহাজ উদ্বোধন করে উত্তর গুজরাটের শ্রদ্ধাঞ্জিত অম্বাজি মন্দিরের দিকে রহনা দেবেন, মোদী আজ বৃহস্পতিবার নির্বাচন মঞ্চে অনুষ্ঠিত হবে, যেখানে মেহসানায় এক সমাবেশে ভাষণ দিয়ে মোদী গুজরাটের বিধানসভা নির্বাচনের জন্য তার মাসব্যাপী উচ্চ-ডেসিবেল প্রচারণা শেষ করেছেন। রাহুল গান্ধী ও কংগ্রেস উভয়েরই প্রধানমন্ত্রী রাহুল গান্ধীকে ট্র্যাফিক পরিস্থিতির উদ্ধৃতি দিয়ে গুজরাট নির্বাচনে রোড সো রাখার অনুমতি না পায়নি।

আজ PM মোদীর এক নতুন চমক জেনেনিন..

Image
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাবম্মতি নদীর তীরে আসবেন এবং এক নতুন সুবিধা দেশ বাসী সাথে সাথে গুজরাট কেও দেবেন, তিনি একটি সমুদ্রপৃষ্ঠে চলা উড়োজাহাজ উদ্বোদন করবেন যেটা জল ও আকাশ দুই পথেই চলতে পারবে,এই উড়োজাহাজ তিনি সাবম্মতি নদীতে চালাবেন,এর আগে এমন দেশে কখনো হয়নি এই প্রথম এমন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,তিনি মনে করেন এর ফলে গুজরাটে টুরিস্ট আরো উন্নতি হবে,এমনিতেও গুজরাট টুরিস্ট সারা দেশ এর মধ্যে সব থেকে বিখ্যাত, আজ তিনি এই উড়োজাহাজ উদ্বোধন করে উত্তর গুজরাটের শ্রদ্ধাঞ্জিত অম্বাজি মন্দিরের দিকে রহনা দেবেন, মোদী আজ বৃহস্পতিবার নির্বাচন মঞ্চে অনুষ্ঠিত হবে, যেখানে মেহসানায় এক সমাবেশে ভাষণ দিয়ে মোদী গুজরাটের বিধানসভা নির্বাচনের জন্য তার মাসব্যাপী উচ্চ-ডেসিবেল প্রচারণা শেষ করেছেন। রাহুল গান্ধী ও কংগ্রেস উভয়েরই প্রধানমন্ত্রী রাহুল গান্ধীকে ট্র্যাফিক পরিস্থিতির উদ্ধৃতি দিয়ে গুজরাট নির্বাচনে রোড সো রাখার অনুমতি না পায়নি।

চীনকে চাপে ফেলতে এক যুগান্তকারী পদক্ষেপ যা জানলে আপনি বিস্মিত হবেন..

Image
উপরে চলছে সুদীর্ঘ সেতু নির্মাণের কাজ জোর কদমে চলছে সেই সঙ্গে ব্রহ্মপুত্রের তলায় এ বার সুড়ঙ্গ বানাবে মোদী সরকার,যাতে সেনা যাতায়াত আরো ভালো হয়।ব্রহ্মপুত্রের উপরকার সেতু যদি কোনও ভাবে ধ্বংস হয়ে যায়, তা হলেও অস্ত্রশস্ত্র, সাঁজোয়া গাড়ি নিয়ে সেনা যাতায়াত কোনরকম ভাবে যাতে বন্ধ না হয় তার জন্যই এত বড় কদম ভারত সরকারের।রবিবার ফোর্ট উইলিয়ামে বিজয় দিবস উপলক্ষে সেনাবাহিনীর কর্তাব্যক্তিদের সঙ্গে কথাবার্তার ফাঁকে এ কথা জানা গেছে তবে ব্রহ্মপুত্রের কোন এলাকায় সুড়ঙ্গ বানানো হবে তা এখনও সঠিক ভাবে জানা যায়নি তবে একাধিক সুড়ঙ্গ তৈরির পথেই এগোচ্ছে মোদী সরকার।সেনা সূত্রের খবর এই সবই হচ্ছে চিনের কূটনীতির  কথা মাথায় রেখে,চিনের পরিকল্পনা প্রথম থেকেই ভারতের ক্ষতি করার, কিন্তু ভারতীয় সেনার এই অগ্রগতিতে বর্তমান চীন ও এখুন ভারতকে ভয় পাচ্ছে।

চীনকে চাপে ফেলতে এক যুগান্তকারী পদক্ষেপ যা জানলে আপনি বিস্মিত হবেন..

Image
উপরে চলছে সুদীর্ঘ সেতু নির্মাণের কাজ জোর কদমে চলছে সেই সঙ্গে ব্রহ্মপুত্রের তলায় এ বার সুড়ঙ্গ বানাবে মোদী সরকার,যাতে সেনা যাতায়াত আরো ভালো হয়।ব্রহ্মপুত্রের উপরকার সেতু যদি কোনও ভাবে ধ্বংস হয়ে যায়, তা হলেও অস্ত্রশস্ত্র, সাঁজোয়া গাড়ি নিয়ে সেনা যাতায়াত কোনরকম ভাবে যাতে বন্ধ না হয় তার জন্যই এত বড় কদম ভারত সরকারের।রবিবার ফোর্ট উইলিয়ামে বিজয় দিবস উপলক্ষে সেনাবাহিনীর কর্তাব্যক্তিদের সঙ্গে কথাবার্তার ফাঁকে এ কথা জানা গেছে তবে ব্রহ্মপুত্রের কোন এলাকায় সুড়ঙ্গ বানানো হবে তা এখনও সঠিক ভাবে জানা যায়নি তবে একাধিক সুড়ঙ্গ তৈরির পথেই এগোচ্ছে মোদী সরকার।সেনা সূত্রের খবর এই সবই হচ্ছে চিনের কূটনীতির  কথা মাথায় রেখে,চিনের পরিকল্পনা প্রথম থেকেই ভারতের ক্ষতি করার, কিন্তু ভারতীয় সেনার এই অগ্রগতিতে বর্তমান চীন ও এখুন ভারতকে ভয় পাচ্ছে।

তরমুজ না এবার কুমড়ো খুঁজতে তদন্ত কমিটি তৃণমূলের..

Image
এখুন রাজ্যে কুমড়ো এবং তরমুজ এই দুটি ফলের নাম চরমে,সাধারণ মানুসের জন্য এই কুমড়ো ও তরমুজ কেনায় দামের অকাল তাই এদের নিয়েও এখুন রাজনীতি খুব গরম,   যাঁরা 'কুমড়ো' অর্থাৎ বাইরে তৃণমূল  কিন্তু মনোভাবে বিজেপি, রাজ্যে বিজেপি বাড়ছে গতিকে সেই গতিকে tmc সামলাতে পারছে না বলে দাবি বিজেপির, সূত্রের খবর, তৃণমূলে থাকা মুকুল রায়ের অনেক পুরনো অনুগামীই দিনের বেলায় চায়ের দোকানে কিংবা ছোট বৈঠকে মুকুল রায় সম্পর্কে নানা সমালোচনা করেছেন। দলের অন্দরে তাঁদেরকেও সন্দেহের তালিকায় রাখা হয়েছে। দলের কাজে গুটিয়ে যাওয়া নেতাদের নিয়ে টেনশনে তৃণমূল নেতৃত্ব। তাঁরা কি পুরো গুটিয়ে গিয়েছেন, নাকি মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ রাখছেন, তা নিয়ে খোঁজখবর শুরু করেছে তৃণমূল নেতৃত্ব। গঠিত হয়েছে তদন্ত কমিটি। পশ্চিমবঙ্গে বাম শাসনের সময়ে রাজ্য রাজনীতিতে তরমুজ শব্দটি বারবার এসেছে। বাইরে সবুজ হলেও, ভিতরে লাল। বাইরে কংগ্রেসি রাজনীতি করলেও, ভিতরে ভিতরে বামেদের সহযোগিতা করে গিয়েছেন অনেক কংগ্রেস নেতা। সেই বাম শাসন শেষ হয়ে গিয়েছে ছয় বছরেরও বেশি সময় আগে। ফলে বঙ্গ রাজনীতিতে তরমুজ শব্দটি আর উঠে আসে না। তবে মুকুল রায়ের দলবদলের পর বঙ...

তরমুজ না এবার কুমড়ো খুঁজতে তদন্ত কমিটি তৃণমূলের..

Image
এখুন রাজ্যে কুমড়ো এবং তরমুজ এই দুটি ফলের নাম চরমে,সাধারণ মানুসের জন্য এই কুমড়ো ও তরমুজ কেনায় দামের অকাল তাই এদের নিয়েও এখুন রাজনীতি খুব গরম,   যাঁরা 'কুমড়ো' অর্থাৎ বাইরে তৃণমূল  কিন্তু মনোভাবে বিজেপি, রাজ্যে বিজেপি বাড়ছে গতিকে সেই গতিকে tmc সামলাতে পারছে না বলে দাবি বিজেপির, সূত্রের খবর, তৃণমূলে থাকা মুকুল রায়ের অনেক পুরনো অনুগামীই দিনের বেলায় চায়ের দোকানে কিংবা ছোট বৈঠকে মুকুল রায় সম্পর্কে নানা সমালোচনা করেছেন। দলের অন্দরে তাঁদেরকেও সন্দেহের তালিকায় রাখা হয়েছে। দলের কাজে গুটিয়ে যাওয়া নেতাদের নিয়ে টেনশনে তৃণমূল নেতৃত্ব। তাঁরা কি পুরো গুটিয়ে গিয়েছেন, নাকি মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ রাখছেন, তা নিয়ে খোঁজখবর শুরু করেছে তৃণমূল নেতৃত্ব। গঠিত হয়েছে তদন্ত কমিটি। পশ্চিমবঙ্গে বাম শাসনের সময়ে রাজ্য রাজনীতিতে তরমুজ শব্দটি বারবার এসেছে। বাইরে সবুজ হলেও, ভিতরে লাল। বাইরে কংগ্রেসি রাজনীতি করলেও, ভিতরে ভিতরে বামেদের সহযোগিতা করে গিয়েছেন অনেক কংগ্রেস নেতা। সেই বাম শাসন শেষ হয়ে গিয়েছে ছয় বছরেরও বেশি সময় আগে। ফলে বঙ্গ রাজনীতিতে তরমুজ শব্দটি আর উঠে আসে না। তবে মুকুল রায়ের দলবদলের পর বঙ...

তাজমহলের পর এবার জামা মসজিদ নিয়ে শুরু বিতর্ক।জামা মসজিদ না যমুনা মন্দির ! কি বললেন বিজেপি নেতা ?

Image
জামা মসজিদ নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা বিনয় কাটিয়ার।তিনি বলেন, মোঘল সম্রাটরা প্রায় ৬০০০ ঐতিহাসিক সৌধ ভেঙে গুড়িয়ে দেন যার মধ্যে ছিল অনেক মন্দিরও।' উনার মতে দিল্লির জামা মসজিদ আসলে ছিল যমুনা দেবীর মন্দির এবং তাজ মহল ছিল তোজো মহালয়া।তিনি আরও বলেছেন, মুসলিমরা দেশের বহু ঐতিহ্যশালী মন্দির,ইমারত ভেঙে ফেলেছে। তার মধ্যে হিন্দুরা রাম জন্মভূমি বা শ্রী কৃষ্ণের জন্মভূমি মুথুরার মতো কিছু জায়গাকে বাঁচিয়ে রাখতে পেরেছিল। রাম জন্মভূমিতে রাম মন্দির নির্মানের দাবি থেকে বিজেপি যে কোনোমতেই সরে আসবে না সেটাও স্পষ্ট করে দেন বিজেপি নেতা বিনয় কাটিয়ার। কাটিয়ারের নেতা ইমাম রশিদী এর সমালোচনা করে বলেছেন, বিজেপি সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে দেশে।তিনি আরোও বলেন, ভারতবর্ষ কখনোই হিন্দুরাষ্ট্র হতে পারে না।কারণ এখানে অনেক ধর্ম,বর্ন ও সম্প্রদায়এর মানুষ বাস করে।রশিদী আরো খোঁচা মেরে বলেন, অযোধ্যা ইস্যু বর্তমানে মিটবার পথে,তাহলে কি এবার কাশী বা জামা মসজিদ নিয়েও বিজেপি বিদ্বেষ করবে। যদিও বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, কংগ্রেস ভগবান রামের জায়গায় মসজিদ করার চেষ্টা করছে,কিন্তু সেটা আমরা কখনোই হতে দেব না। source

তাজমহলের পর এবার জামা মসজিদ নিয়ে শুরু বিতর্ক।জামা মসজিদ না যমুনা মন্দির ! কি বললেন বিজেপি নেতা ?

Image
জামা মসজিদ নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা বিনয় কাটিয়ার।তিনি বলেন, মোঘল সম্রাটরা প্রায় ৬০০০ ঐতিহাসিক সৌধ ভেঙে গুড়িয়ে দেন যার মধ্যে ছিল অনেক মন্দিরও।' উনার মতে দিল্লির জামা মসজিদ আসলে ছিল যমুনা দেবীর মন্দির এবং তাজ মহল ছিল তোজো মহালয়া।তিনি আরও বলেছেন, মুসলিমরা দেশের বহু ঐতিহ্যশালী মন্দির,ইমারত ভেঙে ফেলেছে। তার মধ্যে হিন্দুরা রাম জন্মভূমি বা শ্রী কৃষ্ণের জন্মভূমি মুথুরার মতো কিছু জায়গাকে বাঁচিয়ে রাখতে পেরেছিল। রাম জন্মভূমিতে রাম মন্দির নির্মানের দাবি থেকে বিজেপি যে কোনোমতেই সরে আসবে না সেটাও স্পষ্ট করে দেন বিজেপি নেতা বিনয় কাটিয়ার। কাটিয়ারের নেতা ইমাম রশিদী এর সমালোচনা করে বলেছেন, বিজেপি সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে দেশে।তিনি আরোও বলেন, ভারতবর্ষ কখনোই হিন্দুরাষ্ট্র হতে পারে না।কারণ এখানে অনেক ধর্ম,বর্ন ও সম্প্রদায়এর মানুষ বাস করে।রশিদী আরো খোঁচা মেরে বলেন, অযোধ্যা ইস্যু বর্তমানে মিটবার পথে,তাহলে কি এবার কাশী বা জামা মসজিদ নিয়েও বিজেপি বিদ্বেষ করবে। যদিও বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, কংগ্রেস ভগবান রামের জায়গায় মসজিদ করার চেষ্টা করছে,কিন্তু সেটা আমরা কখনোই হতে দেব না। source