Posts

Showing posts with the label দাউদ

মোদী সরকার খুব তাড়াতাড়ি দাউদকে আনছেন ভারতে কিন্তু কিভাবে জানুন।

Image
প্রধানমন্ত্রী হবার পর মোদীজি বলেছিলেন দাউদ কে সে ভারতবর্ষে আনবেন আর এই কাজ শুরু হয়ে গেছিল অনেকদিন আগে থেকেই এখুন তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে,খুব তাড়াতাড়ি ভারতে আনতে চলছে মোদী সরকার,তার টের পাওয়া যাচ্ছে এখুন থেকেই। photo by google.com চাঁদাবাজির মামলায় 8 দিনের পুলিশ হেফাজতে থাকা কাস্কার তার জিজ্ঞাসাবাদের জানান, ডি-কোম্পানির প্রধান পশ্চিম ও উত্তর আফ্রিকার দেশগুলিতে বিনিয়োগ করেছেন। দাউদের ভাই ধরা পড়ার পর পুলিশকে জানাই মোদী সরকার আসার পর থেকেই তাদের উপর অনেক চাপ বাড়ছে এবং তাদের সব খারাপ কাজ করার আগেই তাদের লোকজন পুলিশের কাছে ধরা পড়ছে।     আরও পড়ুন :~ মোদিযুগে ঘরে বসে গুগলের এপ থেকে কামান 9000 টাকা, জানুন কিভাবে তিনি দাবি করেন যে 1993 সালে বিস্ফোরণে অভিযুক্তদের নিরাপত্তাও পাকিস্তানে কঠোর করা হয়েছে। ভারতীয় নিরাপত্তা সংস্থার কোনও অডিও রেকর্ডিং এড়াতে দাউদ ফোন করে তার আত্মীয়দের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে বলে পুলিশ জানিয়েছে। কাসকার দাউদের ভাই আনিস ইব্রাহিমের সঙ্গে সমন্বয় করতেন। কাশকার আরও জানায় যে মার্কিন-মনোনীত গ্লোবাল সন্ত্রাসী ল্যাটিন আমেরিকান ড্রাগ লর্ডসের সাথে সম্পর্কযুক্ত...