মধুর প্রতিশোধ! যোগীকে আটকেছিল মমতা, এবার তৃণমূলের প্রতিনিধি দলকে বিমান বন্দরে আটকে দিলো যোগী Latest Bengali News
যোগী আদিত্যনাথ শাসিত উত্তর প্রদেশের সোনভদ্রে জমি সংঘর্ষে মৃত পরিবারের সাথে দেখা করতে যাচ্ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েনের নেতৃত্বে তৃণমূলে প্রতিনিধি দল। সকালে বারাণসী বিমান বন্দরে নামার সাথে সাথেই তৃণমূলের প্রতিনিধি দলকে সেখানেই আটকে দেওয়া হয়। এই ঘটনার পরে বারাণসী বিমান বন্দর থেকে ভিডিও বার্তার মাধ্যমে ক্ষোভ উগড়ে দেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। তিনি জানান, ওপরতলার নির্দেশ মেনেই এহেন কাজ করেছে উত্তর প্রদেশের পুলিশ আধিকারিক। ডেরেক অভিযোগ করে জানান, আমরা সোনভদ্রে নিহত পরিবারের সাথে দেখা করে, তাঁদের পাশে দাঁড়াতে যাচ্ছিলাম। তাঁদের সবরকম সাহায়তার জন্য এগিয়ে এসেছিলাম আমরা। কিন্তু যোগীর নির্দেশে আমাদের সেখানে যাওয়া তো দূরের কথা, আমাদের বিমান বন্দর থেকেই বের হতে দেয়নি উত্তর প্রদেশ পুলিশ। ডেরেক এবং তৃণমূল এই ঘটনার তীব্র নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দেন। কিন্তু ওনার ক্ষোভ উগড়ে দেওয়া কি আদৌ যুক্তিযত? কারণ রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, এইরকম আচরণ তো মমতা ব্যানার্জীর থেকেই শেখা। কারণ লোকসভা ভোটের তারিখ ঘোষণার আগে এরাজ্যে যোগী আদিত্যনাথের পরপর তিনটি সভা আ...