সুপ্রভাত ডিজিটাল: আর কিছুদিন পর শুরু রাজ্যসভা আসনের জন্য নির্বাচন। আর সব দল তাদের নিজের নিজের প্রার্থীর নামও জানিয়ে দিয়েছে। আর এর মধ্যে উঠে এল এক নতুন ইতিহাস, প্রার্থীদের ইতিহাস। Anandabazar Patrika বর্তমানে ১৬টি রাজ্যের ৫৮টি রাজ্যসভা আসনে নির্বাচন হবে এবং তার কথা মাথায় রেখে এবার এক ধনী সাংসদের লিস্টে সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন অর্থাৎ অমিতাভ বচ্চনের স্ত্রী। বর্তমানে তাদের সম্পত্তি ৫০০ কোটি থেকে বেড়ে ১০০০ কোটি। জয়ার স্থাবর সম্পত্তির পরিমাণ ৪৬০ কোটি টাকা।স্বামী স্ত্রীর মোট গয়না আছে ৬২ কোটি টাকার ও ১২টি গাড়ি আছে এঁদের, রোলস রয়েস আছে, আছে মার্সিডিজ, একটি পোর্শে ও একটি রেঞ্জ রোভার। এবং দামি গয়না-৩৬ কোটি টাকার, জয়ার গয়নার অর্থমূল্য ২৬ কোটি টাকা। *****©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।******