এইচ ১বি ভিসা নিয়ে বড় সিদ্ধান্ত ট্রাম্প সরকারের..


এইচ ১বি ভিসা নিয়ে গত কিছুদিন ধরেই চর্চা চলছিল ভারত ও আমেরিকার,এই নিয়ে অনেক রাজনীতিও চলছিল কংগ্রেস অব্দি বলেছিল মোদী সরকার পারবেনা এইচ ১বি ভিসা জন্য আমেরিকাকে মানাতে কিন্তু বালাই -সাট মোদী এখানেও জিতে গেল,বর্তমান রাজনীতিতে আমেরিকা ও জানে ভারতের উপকার যদি তারা না করে তাহলে ভারত ও তার আর সাত দেবে না,ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জানিয়ে দিল,এইচ ১বি ভিসা নিয়ে সেদেশে কাজ করতে আসা কর্মীদের কোনওভাবেই জোর করে ফেরত পাঠানো হবে না। আমেরিকায় সঠিক কাজ জানা ৬০ লক্ষ কর্মীর অভাব রয়েছে। সেখানে বড় অংশ ভারতীয়দের নিয়ে গিয়ে সুযোগ দেওয়া হয়। সেখানে আর বিশেষ অসুবিধা এখুনি তৈরি হবে না বলেই মনে করা হচ্ছে।রিপোর্ট অনুযায়ী ৫ লক্ষের বেশি ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মী এইচ ১বি ভিসা নিয়ে আমেরিকায় কাজ করছেন। এর মধ্যে ৪০ শতাংশ গ্রিন কার্ড বা আমেরিকার নাগরিকত্বের যোগ্য হয়েছেন। আসলে মোদীর নীতিকে টক্কর দিতে নারাজ ট্রাম সরকার,ভারত সরকারের পক্ষ থেকে আগেও জানানো হয়েছিল কোনো চিন্তার কারণ নেই তা প্রমান করলো ট্রাম সরকার।






Comments

Popular posts from this blog

Big breaking news india

Latest News

BIG BRAKING: টিবি নিয়ে এক বড় সিধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী...