রাজ্য জুড়ে ঠান্ডার দাপট,জম্পেশ ঠান্ডার সঙ্গে কনকনে হাওয়ার কি বলছে আবহাওয়া..

শীতের চোটে কাপছে সারা দেশ,ঠান্ডার কারণে কিছু মানুস প্রাণ পর্যন্ত হারিয়েছেন,দেশে এমন খুব কম হয় শীতের কারণে মানুষকে প্রাণ পর্যন্ত হারাতে হলো, শীতের দাপট কমার লক্ষণ নেই আজও থরহরিকম্প কলকাতা, আগামী ৭২ ঘণ্টায় এরাজ্যের প্রায় সর্বত্র কমকনে শীতের আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের হিসেব বলছে, গতকালের তুলনায় তাপমাত্রা সামান্য বেড়েছে।সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও, শীতের আমেজে ঘাটতি হবে না বলেই জানানো হয়েছে।গত কয়েকদিনের মতো ঠান্ডার বর্তমান স্পেল বজায় থাকল মঙ্গলবারেও। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।সোমবার বাগডোগরা, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, পানাগড়, শ্রীনিকেতন, বহরমপুরের তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি নিচে।সাধারণ মানুসের এখন অনেক অসুবিধা হচ্ছে,কিন্তু শীতের আমেজ সবাই একসাথে উপভোক করছে কারণ এই সময় এর মজা সারা বছর আরতো পাওয়া যাবে না,শীতের আমেজ সারা রাজ্যবাসী আনন্দের সাথে উপভোগ করছে।

Comments

Popular posts from this blog

Big breaking news india

Latest News

BIG BRAKING: টিবি নিয়ে এক বড় সিধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী...