দুরান্ত ৪০ জিবি ফ্রি অফার নিলে এল জিও,কি করে পাবেন দেখুন ভিডিওটি..

ফের দুর্দান্ত অফার নিলে এল জিও। নতুন বছরের উপলক্ষ্যেই এক ধামাকাদার অফার।এখুন সব জিও গাহকরা পাবে ৪০জিবি ডাটা,রিলায়েন্স এর ৪০ বছর উপলক্ষে সব জিও কাস্টমারকে ফ্রীতে ৪০ জিবি ডাটা জিও দেবে এবং তার সাথে শুক্রবার রাত থেকেই গ্রাহকদের জন্য ‘হ্যাপি নিউ ইয়ার ২০১৮’ অফার নিয়ে এল রিলায়েন্স জিও।এছাড়াও রয়েছে ২৯৯টাকার প্ল্যান। তাতে ফ্রি ভয়েজ ছাড়াও পাওয়া যাবে আনলিমিটেড ডেটা। এক্ষেত্রে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি হাইস্পিড ফোর জি ডেটা ব্যবহার করতে পারবেন। এর সঙ্গে থাকছে আনলিমিটেড এসএমএস করার সুযোগও। এই অফারের বৈধতা ২৮ দিন।জিও প্রাইম সদস্যরা ২৮ দিনের জন্য ১৯৯ টাকার রিচার্জে ফ্রি ভয়েজ কল ছাড়াও পাবেন আনলিমিটেড ডেটা। এক্ষেত্রে প্রতিদিন ১.২ জিবি হাই স্পিড ফোর জি ডেটা পাবেন গ্রাহকরা। এর সঙ্গে থাকবে আনলিমিটেড এসএমএস।

কি করে ৪০ জিবি ডাটা পাবেন দেখে নিন এই ভিডিওটিতে


Comments

Popular posts from this blog

Big breaking news india

Latest News

BIG BRAKING: টিবি নিয়ে এক বড় সিধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী...